হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোচালকের, গুরুতর আহত ২  

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোচালকের, গুরুতর আহত ২  

প্রথম নিউজ, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-সুরাবই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এসআই বিপুল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

নিহত অটোচালক জাহাঙ্গীর মিয়া (৩৮) উপজেলার বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। আহতরা হলেন- মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) এবং ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সিলেট থেকে আসা একটি মিনি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোচালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় অটোচালক জাহাঙ্গীর মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অপর দুজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।