হিন্দি ছবি আমদানির প্রতিবাদে মানববন্ধন

কিছুদিন আগে যারা কাফনের কাপড় পরে হিন্দি সিনেমার বিরুদ্ধে ছিলেন, তারাও আজ হিন্দি সিনেমা চালাতে চান।

হিন্দি ছবি আমদানির প্রতিবাদে মানববন্ধন
হিন্দি ছবি আমদানির প্রতিবাদে মানববন্ধন

প্রথম নিউজ, অনলাইন বিনোদন: বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার মুক্তি নিয়ে সরগরম ঢাকাই চলচ্চিত্রাঙ্গন। শুরু থেকেই দেশে হিন্দি ভাষার এ সিনেমা মুক্তির বিরোধিতা করে আসছেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুসহ বেশ কজন শিল্পী, নির্মাতা-প্রযোজক। তারই অংশ হিসেবে গতকাল টিএসসির রাজু ভাস্কর্যের সামনে হিন্দি সিনেমা আমদানির প্রতিবাদে মানববন্ধন করেন বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এবং খিজির হায়াত খানসহ অনেকে। মানববন্ধনে বিভিন্ন দাবি উত্থাপন করেন তারা। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, হল মালিকেরা ব্যবসায়ী। তারা আমাদের সিনেমা নামিয়ে দিয়ে ‘পাঠান’ চালাতে চান। এ ছবি ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা। আর সেই সিনেমা আমাদের দেশে চলবে কেন? এই সিনেমা যারা আনতে চাচ্ছে তারা রাজাকারের থেকেও খারাপ। এই ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা আমাদের দেশে চলবে না।

নির্মাতা খিজির হায়াত খান বলেন, কিছুদিন আগে যারা কাফনের কাপড় পরে হিন্দি সিনেমার বিরুদ্ধে ছিলেন, তারাও আজ হিন্দি সিনেমা চালাতে চান। তারা আবার প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির নেতা। আমাদের নেতারা এই মুহূর্তে পিকনিক করেন। এই মুহূর্তে তারা কেন পিকনিক করবেন? তারা কেন আমাদের সঙ্গে নেই? প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই নির্মাতা বলেন, সামনে সিনেমা মুক্তি দেব হল পাই না আরা তারা পিকনিক করেন! মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, সিনেমা বানিয়ে আমরা কি দোষ করেছি? দোষ করে থাকলে বলুন, আমরা সিনেমা বানানো বন্ধ করে দেব। আর হলে হিন্দি সিনেমাই চলুক।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: