গাজীপুরে অতিরিক্ত ডিআইজি’র বাড়িতে ডাকাতি
অতিরিক্ত ডিআইজি’র বাবা আব্দুল বাতেন জানান, শনিবার দিবাগত মধ্যরাতে জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বেলতলী গ্রামের বাড়ির দরজার লক ভেঙে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল।

প্রথম নিউজ, গাজীপুর: সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এমএ জলিলের বাবা আবদুল বাতেনের গাজীপুরের গ্রামের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও পুলিশের ইউনিফর্ম নিয়ে গেছে। অতিরিক্ত ডিআইজি’র বাবা আব্দুল বাতেন জানান, শনিবার দিবাগত মধ্যরাতে জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বেলতলী গ্রামের বাড়ির দরজার লক ভেঙে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল। তারা হাফপ্যান্ট পরা ছিল। কারও মুখে মাস্ক, কারও মুখ কাপড় বাঁধা ছিল। এরপর গলায় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা, ছেলের পুলিশি পোশাক (ইউনিফর্ম) লুট করে নিয়ে গেছে।
ঘটনার সময় কেবল তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন। ডাকাত দলের লোকজন তাঁর ও তাঁর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে ফেলে। কোনো শব্দ করলে মেরে ফেলার হুমকি দেয়। এরপর প্রায় আধা ঘণ্টা ধরে চলে আসবাবপত্র তছনছ ও লুটপাট। আবদুল বাতেন আরো জানান, লুটপাট শেষে বের হয়ে যাওয়ার সময় তাঁদের দুজনকে বেঁধে রেখে যেতে চান ডাকাত দলের সদস্যরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: