হত্যা মামলায় বাবুল আক্তারের বিচার শুরু

সোমবার দুইপক্ষের শুনানি শেষে সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৯ই এগ্রিল দিন ঠিক করে দেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসীম উদ্দিন।

হত্যা মামলায় বাবুল আক্তারের বিচার শুরু
হত্যা মামলায় বাবুল আক্তারের বিচার শুরু

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ সাতজনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুইপক্ষের শুনানি শেষে সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৯ই এগ্রিল দিন ঠিক করে দেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসীম উদ্দিন। বাবুল আক্তারের আইনজীবী  এডভোকেট গোলাম মাওলা মুরাদ মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, অভিযোগ গঠনের শুনানির সময় বাবুল আক্তারসহ পাঁচ আসামির সবাই আদালতে হাজির ছিলেন। আদালত তাদের দোষী নাকি নির্দোষ জানতে চাইলে সবাই নিজেদের নির্দোষ দাবি করেন।

এদিকে বাবুল আক্তারের আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে বলেন, অভিযোগ গঠন থেকে বাবুল আক্তারকে অব্যাহতির আবেদন করা হয়েছিল। আদালত সেটা খারিজ করে দিয়েছেন। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে বাবুল আক্তারকে  চট্টগ্রাম কারাগারে রাখার আদেশ দেওয়া হয়েছে।  প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ই জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে মাহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ২০২১ সালের ১২ই মে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে ফেনী জেলা কারাগারে আটক আছেন বাবুল। গত বছরের সেপ্টেম্বরে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বাবুলসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার বাকি আসামিরা হলেন, মোতালেব মিয়া ওরফে ওয়াসীম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম ও খায়রুল ইসলাম।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: