পুলিশের বাধা পেরিয়ে মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ
গতকাল বিকালে শহরের শাহ মোস্তাফা ঈদগাহ প্রাঙ্গণ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহ মোস্তফা সড়কে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়।
প্রথম নিউজ, মৌলভীবাজার: পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি’র নেতাকর্মীরা। গত ১১ই মার্চ বিএনপি’র কেন্দ্রঘোষিত মানবন্ধন কর্মসূচিতে মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানসহ দলীয় অন্যান্য নেতাকর্মীদের ওপর আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। গতকাল বিকালে শহরের শাহ মোস্তাফা ঈদগাহ প্রাঙ্গণ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহ মোস্তফা সড়কে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এরপর লেইক রোড হয়ে সৈয়দ মুজতবা আলী সড়ক দিয়ে চৌমুহনায় যাওয়ার পথে ওয়েষ্টার্ন প্লাজার সামনে বিপুলসংখ্যক পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিলটি আটকে দেয়। পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের উত্তেজনা দেখা দিলে সেখানে দলীয় নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয়। এ সময় রাস্তার দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
সেখানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পেটোয়াবাহিনী আইনশৃৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিতভাবে লাটিসোটা, দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে গত ১১ই মার্চ দুপুরে শহীদ মিনারের সামনে আমাদের কেন্দ্রঘোষিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। শুধু তাই নয় সাবেক এমপি এম নাসের রহমানসহ দলের নেতাকর্মীদের ওপর নগ্ন হামলা করে গুরুতর আহত করে। পুলিশ প্রশাসন এ সময় নীরব ছিল।
জেলা বিএনপি’র সহ-সভাপতি ফয়সল আহমেদের পরিচালনায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আশিক মোশাররফ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহান চৌধুরী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সৈয়দ জাবেদ আলী নাইম। উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মো. হেলু মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বক্সী মিসবাহউর রহমান, জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ, জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মো. ইদ্রিছ আলী, সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক মুজাহিদ খান, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, রাজনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মাষ্টার, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম কিরিয়া শফি, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, রাজনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমেদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ইসহাক চৌধুরী মামনুন, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান সিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলু আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদুর রহমান, মামুন পারভেজ, মাহবুব আল জামাল, যুগ্ম সম্পাদক সোহাগ আহমেদ, সাজিব আহমেদ, সেকিম আহমেদ, জুনেদ আলম, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, যুগ্ম আহ্বায়ক ইহাম মুজাহিদ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: