সাড়ে ৬ কোটি টাকার লেনদেন নিয়ে প্রশ্ন ফিফার চোখে সোহাগ-বাফুফের অসঙ্গতিগুলো
আর্থিক অসঙ্গতি নিয়ে অনেকদিন ধরেই নাজুক পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)
প্রথম নিউজ, ডেস্ক : আর্থিক অসঙ্গতি নিয়ে অনেকদিন ধরেই নাজুক পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। যার ফল দেশীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি বেশ বড়সড়ভাবেই পেয়েছে। বাফুফের আর্থিক লেনদেনে বড় অসঙ্গতির প্রমাণ পেয়েছে ফিফা। ৬ কোটি ৩৫ লাখ ৮৮ হাজারেরও অধিক টাকার লেনদেন নিয়ে মোটাদাগে অভিযুক্ত হয়েছে বাফুফে এবং সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। দায়িত্বশীল জায়গা থেকে প্রায় প্রতিটি লেনদেনের নথিতে স্বাক্ষর করায় ফিফা সোহাগকে ফুটবল থেকে দুই বছর নিষিদ্ধ ও প্রায় ১২ লাখ টাকা (১০ হাজার সুইস ফ্রা) জরিমানা করেছে।
শুরু থেকে চারটি ধারায় আর্থিক লেনদেনের বিষয়টি তদন্তের পর মোটাদাগে প্রমাণিত হয়েছে তিনটি অনিয়ম। অনিয়মগুলো হচ্ছে- ফিফার তহবিলের জন্য নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে নগদে টাকা উত্তোলন করা, ফিফা সম্পর্কিত প্রকল্প বা প্রোগ্রামে অন্য অ্যাকাউন্টের টাকা ব্যবহার এবং ফিফা তহবিলের টাকা ভিন্ন খাতে ব্যয় করা। নিয়মানুযায়ী ফরোয়ার্ড ফান্ডের অর্থ খরচের নির্দিষ্ট কিছু খাত আছে। এই অর্থ নির্দিষ্ট একটি ব্যাংক অ্যাকাউন্টে রাখাটা ফিফার নিয়মে বাধ্যতামূলক। লেনদেনও শুধু সেখান থেকেই করার নিয়ম। কিন্তু সেটি বারবারই লঙ্ঘন করেছে বাফুফে।
সোহাগ ও বাফুফের অর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৪টি ধারায় অভিযোগ আনা হয়েছিল। এগুলো হচ্ছে- ধারা ১৫ (সাধারণ কর্তব্য), ধারা ১৩ (আনুগত্যের দায়িত্ব), ধারা ২৪ (জালিয়াতি ও মিথ্যাচার) ও ধারা ২৮ (তহবিল তছরুপ ও অপব্যবহার)। এসব ধারার অধীনে ফিফার দেওয়া অনুদানে যথেচ্ছ ব্যবহার এবং কেনাকাটায় বড় ধরনের গলদ পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফিফার তহবিলের জন্য নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে নগদে টাকা উত্তোলন করা
ফিফা সম্পর্কিত প্রকল্প বা প্রোগ্রামে অন্য অ্যাকাউন্টের টাকা ব্যবহার
ফিফা তহবিলের টাকা ভিন্ন খাতে ব্যয় করা
শুক্রবার (১৪ এপ্রিল) ফিফার স্বাধীন এথিকস কমিটির বিচারিক চেম্বার এ বিষয়ে মোট ৫১ পৃষ্ঠার একটি প্রতিবেদন দিয়েছে। ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে লেনদেন নিয়েই এই অভিযোগের তদন্ত করা হয়েছে। তদন্ত শুরু হয় ২০২০ সালের ২৮ অক্টোবর। পরবর্তীতে ফিফার সদর দফতরে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শুনানিতে সোহাগ ও তার আইনজীবীরা উপস্থিত ছিলেন।
তদন্ত চলাকালে ফিফার বিচারিক চেম্বার বাফুফের বেশ কয়েকটি লেনদেনের বিশ্লেষণ করেছে। এর ভেতর চারটি খাতের লেনদেন নিয়ে বিস্তারিত প্রতিবেদন দিয়েছে ওই কমিটি। ওই বিশ্লেষণে তারা ৫ লাখ ৯৭ হাজার ৮৪ মার্কিন ডলার লেনদেনে আর্থিক অসঙ্গতি খুঁজে পেয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৫ লাখ ৮৮ হাজারেরও অধিক। তবে এটি যাচাইকৃত লেনদেনের ১৭.৭৩ শতাংশ। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি কোনোভাবেই তুচ্ছ বিবেচনা করা যায় না।
ক্রীড়া সরঞ্জাম (পরিধেয় সামগ্রী) ক্রয়, ফুটবল কেনা, বিমানের টিকিট এবং ঘাস কাটার যন্ত্র বাবদ বড় লেনদেনের কথা জানানো হয় ওই প্রতিবেদনে। এসব খাতে কেনাকাটায় যথাযথ তথ্য ও লেনদেনে স্বচ্ছতার ঘাটতির কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে দরপত্র আহবানকারী প্রতিষ্ঠান নিয়েও প্রশ্ন রয়েছে। তাদের সঙ্গে লেনদেনপূর্ব নিয়ম-কানুনও সঠিকভাবে মানা হয়নি বলে জানায় বিচারিক কমিটি।
ক্রীড়া সরঞ্জাম (পরিধেয় সামগ্রী) ক্রয়, ফুটবল কেনা, বিমানের টিকিট এবং ঘাস কাটার যন্ত্র বাবদ বড় লেনদেনের কথা জানানো হয় ওই প্রতিবেদনে। এসব খাতে কেনাকাটায় যথাযথ তথ্য ও লেনদেনে স্বচ্ছতার ঘাটতির কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে দরপত্র আহবানকারী প্রতিষ্ঠান নিয়েও প্রশ্ন রয়েছে। তাদের সঙ্গে লেনদেনপূর্ব নিয়ম-কানুনও সঠিকভাবে মানা হয়নি বলে জানায় বিচারিক কমিটি।
ক্রীড়া সরঞ্জাম (পরিধেয় সামগ্রী) ক্রয়
আবাসিক ক্যাম্প ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচের জন্য ২০২০ সালে ক্রীড়া সরঞ্জাম (পরিধেয় সামগ্রী) ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে তিনটি প্রতিষ্ঠান স্পোর্টস লিংক, স্পোর্টস কর্নার ও রবিন এন্টারপ্রাইজ দরপত্র জমা দেয়। পরবর্তীতে সেই কাজ পায় স্পোর্টস লিংক। কিন্তু সেখানে তিনটি প্রতিষ্ঠানই একে অপরের সঙ্গে যুক্ত বলে কন্ট্রোল রিস্ক গ্রুপের তদন্তে উঠে আসে। এছাড়া রবিন এন্টারপ্রাইজের দরপত্রে যে ফোন নম্বর দেওয়া হয়েছে, সেটি ভুয়া। বাকি দুটি প্রতিষ্ঠান স্পোর্টস কর্নার আর স্পোর্টস লিংক পাশাপাশি ঠিকানায় অবস্থিত এবং ধারণা করা হচ্ছে রবিনই উভয় প্রতিষ্ঠানেরই মালিক। যার কারণে তিন প্রতিষ্ঠানের একই উৎস থেকে দরপত্র আহবান করেছে বলে ধরে নিয়েছে তদন্ত কমিটি।