সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু

সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু

প্রথম নিউজ, সিলেট: তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠা ও অন্যান্য দাবিতে বিএনপির যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সিলেটে তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে।

আজ রোববার বেলা সোয়া ৪টায় নগরের আলীয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ কেন্দ্র করে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠে শহর। বেলা বাড়ার বিএনপির নেতা-কর্মী বাড়তে থাকে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন স্বেচ্চাসেবক দলের সভাপতি এস এম জিলানী। প্রধান বক্তা যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। বিশেষ বক্তা ছাত্রদলের সভাপতি কাজী রনওকুল ইসলাম শ্রাবণ। সঞ্চালনায় আছেন যুবদলের ভারপ্রাপ্ত সমাধান সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ জুয়েল।