চকরিয়ায় নৌকার প্রার্থী পেলেন ৬৭ ভোট
এ ইউনিয়নে বিপুল ভোটে এগিয়ে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী বদর ইসলাম।

প্রথম নিউজ,চকরিয়া: চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বেসরকারি ফলাফল ঘোষণা হয়। এর মধ্যে আওয়ামী লীগ ও ৪টি বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
চকরিয়ার চিরিংগা ইউনিয়নে নৌকার প্রার্থী হওয়া শাহ নেওয়াজ রুমেন পুরো ইউনিয়ন মিলে ভোট পেয়েছেন মাত্র ৬৭টি।
রিটার্নিং কর্মকর্তা শহিদ ইসলাম জানান, রোববার (২৬ ডিসেম্বর ) অনুষ্ঠিত নির্বাচনে চিরিগার ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শাহ নেওয়াজ রুমেন পেয়েছেন ৬৭ ভোট। এ ইউনিয়নে বিপুল ভোটে এগিয়ে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী বদর ইসলাম।
চকরিয়া চিরিংগা ইউনিয়নে সরকার দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেও এত অল্প সংখ্যক ভোট পেয়ে জামানত হারানোয় জেলাজুড়ে আলোচনা সমালোচনা চলছে। নৌকার ভরাডুবি নিয়ে আলোচনায় মেতে উঠেছে অনেকে।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এম এম শাহাদাত হোসেন বলেন, একজন প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে ওই প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: