নায়ক সোহেল রানা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে
ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো'খ্যাত নায়ক সোহেল রানা করোনায় আক্রান্ত।

প্রথম নিউজ, ঢাকা: ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো'খ্যাত নায়ক সোহেল রানা করোনায় আক্রান্ত। এই বীর মুক্তিযোদ্ধাকে হাসপাতে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজ রোববার রাত পৌনে ১১টায় ফেসবুকে লেখেন, 'শুধু কষ্টের খবর: বীর মুক্তিযাদ্ধা, ড্যাশিং হিরো মাসুদ পারভেজ,(সোহেল রানা) আমাদের ভাইয়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।' বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা ১১ জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার৷ ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: