সারিকা সাবার বিশেষ নাটক ‘এবার পূজায়’

প্রথম নিউজ, ঢাকা: দুর্গাপূজা উপলক্ষে এনটিভিতে ১৫ই অক্টোবর বিজয়া দশমীর দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘এবার পূজায়’।
প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সারিকা সাবাহ, মোহাম্মদ বারী, ফরহাদ লিমন প্রমুখ।
নাটকের গল্প এমন, গ্রামে বিশাল জমিদার বাড়ি। এ বাড়ির কর্তা হরিপদ বাবুর এক মেয়ে, দুই ছেলে। সবাই এখন শহরেই থাকে। হরিপদ বাবুর খুব ইচ্ছে, এবার পূজায় সবাই তার কাছে আসবে। দুই ছেলে, বড় ছেলের স্ত্রী ও বাচ্চা আসে। কিন্তু তাদের আদিখ্যেতা যেন অন্য রকম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews