সরকার কূটনৈতিক শিষ্টাচার ভুলে গেছে : আ স ম রব
আজ শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকারের দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণমিছিলে এসব কথা বলেন জেএসডি সভাপতি।
প্রথম নিউজ, ঢাকা: সরকার কূটনৈতিক শিষ্টাচার ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।
তিনি বলেন, এই শিষ্টাচার বহির্ভূত কাজের জন্য আগামী মাসের মধ্যেই আপনাদের চলে যেতে হবে। এমনকি আগামীকাল রাতেও চলে যেতে পারেন। আপনি চলে যাবেন তাতে কোনো ক্ষতি নেই, সরকার আসবে সরকার যাবে এটাই নিয়ম। কিন্তু জনগণের কি হবে? গণঅভ্যুত্থান শুরু হয়ে গেছে। ভয়ভীতি দেখিয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না।
আজ শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকারের দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণমিছিলে এসব কথা বলেন জেএসডি সভাপতি।
আ স ম রব বলেন, প্রচুর লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কারো কারো বিরুদ্ধে ১০০টি মামলাও দেওয়া হয়েছে। এই সরকারের মরা লাশ দাফন করতে হবে। দরকার হলে আমরা জীবন দিয়ে দেব। আমরা দেশটা স্বাধীন করেছিলাম জনগণ যেন ভালো থাকতে পারে তার জন্য।
তিনি বলেন, আজ জনগণের চিকিৎসার ব্যবস্থা নেই। লাখো মানুষের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশের মানুষ কেন বিনা চিকিৎসায় মারা যাবে? আসুন আরেকবার মুক্তিযুদ্ধ করা হোক। এবারই হবে শেষ লড়াই।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।