স্যাঞ্চোর গোলে ইপিএলে জয়ের হ্যাটট্রিক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে ধাক্কা খাওয়ার পর টানা তিনটে ম্যাচ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

স্যাঞ্চোর গোলে ইপিএলে জয়ের হ্যাটট্রিক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
স্যাঞ্চোর গোলে ইপিএলে জয়ের হ্যাটট্রিক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

প্রথম রিউজ ওয়েবডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে ধাক্কা খাওয়ার পর টানা তিনটে ম্যাচ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিভারপুল, সাউদ্যাম্পটনের পর লেস্টার- সিটিকে হারিয়ে রেড ডেভিলসরা ফিরে পেল তাঁদের পুরনো আত্মবিশ্বাস। বৃহস্পতিবার রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটিকে ১-০ গোলে হারায় এরিক টেন হ্যাগের দল। একমাত্র গোলটি করেন জ্যাডন স্যাঞ্চো। লিগের প্রথম দুই ম্যাচে ব্রাইটনের কাছে ১-২ এবং ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যান ইউ। এরপর লিভারপুলকে ২-১ এবং সাউদ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে হারানো জমি ফিরে পায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৩ মিনিটে গোল করে পার্থক্য গড়ে দেন স্যাঞ্চো। রাশফোর্ডের পাসে বক্সের ভেতর বল পেয়ে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে ডান পায়ের শটে জালে বল রাখেন। দ্বিতীয়ার্ধে কাসেমিরো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নামিয়েও ব্যবধান বাড়েনি। প্রতিপক্ষের ডেরা থেকে স্বস্তির জয় নিয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পাঁচ ম্যাচে তিন জয় এবং দুটো হার। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যান ইউ। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলে এখনও জয়ের খাতা খুলতে পারেনি লেস্টার সিটি। একটি ড্র এবং চার হারে টেবিলের তলানিতে তাঁরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom