প্রিন্সেস ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হল

তিনি ১৯৯৭ সালের ৩১ আগস্ট একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হন।

প্রিন্সেস ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হল
প্রিন্সেস ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হল

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: গতকাল বুধবার ছিল প্রিন্সেস ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৯৭ সালের ৩১ আগস্ট একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হন। এদিন তাঁর শোকার্ত ভক্তরা তাঁকে স্মরণ করলেন ফ্রান্সের প্যারিসের আন্ডারপাসের উপরে ব্রিজে ফুল দিয়ে। ব্রিটিশ রাজপরিবারের এই আলোচিত সদস্যকে কেউ কেউ আবার স্মরণ করেছেন চিরকুট বার্তায়। প্রিন্সেস ডায়ানা মাত্র ৩৬ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। মোটরবাইক নিয়ে তাড়া করা চিত্রগ্রাহকদের থেকে দূরে যাওয়ার চেষ্টাকালে ডায়ানা এবং তাঁর প্রেমিক দোদি আল-ফায়েদকে বহনকারী লিমুজিনটি সেতুর নীচের টানেলে বিধ্বস্ত হয়। গতকাল ডায়ানার প্রাক্তন বাড়ি লন্ডনের কেনসিংটন প্যালেসের বাইরেও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে মৃত্যুবার্ষিকীতে প্রিন্সেস ডায়ানাকে স্মরণ করেছেন তাঁর দুই ছেলে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি। প্রিন্স হ্যারি রাজপ্রসাদ ছেড়ে যাওয়ায় দুই ভাই আলাদা হয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের মাকে স্মরণ করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।  প্রসঙ্গত, মৃত্যুর ২৫ বছর পরও এখনও মানুষের হৃদয়ে অম্লান প্রিন্সেস ডায়ানা। সম্প্রতি তাঁর ব্যবহৃত একটি গাড়ি নিলামে সাড়ে আট লাখ ডলারে বিক্রি হয়েছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom