সাভারে দুই স্কুলছাত্রকে কোপালো দুর্বৃত্তরা
প্রথম নিউজ, সাভার: ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সাংবাদকর্মীর স্কুলপড়ুয়া ছেলে ও তার সহপাঠীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর পরিবারের দাবি, স্কুলে দ্বন্দ্বের জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা দুজনকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে আহত করে। আহত দুই শিক্ষার্থী এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
রোববার (১৭ মার্চ) সাড়ে ৮টার দিকে পৌরসভার রেডিও কলোনি বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত জিসান প্রামানিক দৈনিক যুগান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মতিউর রহমান ভান্ডারীর ছেলে। আহত হয়েছে তার সহপাঠী সিয়াম সরকারও। তারা দুজনেই সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
জিসানের বাবা মতিউর রহমান বলেন, প্রায় এক মাস আগে গাজীপুরের সাফারি পার্কে শিক্ষার্থীদের বার্ষিক বনভোজনে যায় স্কুল কর্তৃপক্ষ। তখন নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বাসে ওঠা নিয়ে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা। পরে উপস্থিত শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে মিমাংসা হয়৷ এরপর স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে জানানো হয়, যেন পরবর্তী সময়ে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় ইফতার শেষে সিয়ামের সঙ্গে সাভার রেডিও কলোনিতে যায় জিসান। এসময় পূর্বপরিকল্পিতভাবে ২৫-৩০ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, স্কুলের বনভোজনের বিরোধকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।
হাসপাতালে গুরুতর আহত ছাত্রদের দেখতে গিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলি খান। তিনি জাগো নিউজকে বলেন, এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।