সুবীর নন্দীর চলে যাওয়ার তিন বছর আজ
আজ একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর তৃতীয় মৃত্যুবার্ষিকী
প্রথম নিউজ, ডেস্ক : আজ একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা গানের এ প্রখ্যাত শিল্পী।
দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ বাজারে আসে। আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’র মাধ্যমে সিনেমায় প্রথম গান করেন ১৯৭৬ সালে। প্লেব্যাক করে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকেও ভূষিত করে তাকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews