সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৬ জনের জামিন নামঞ্জুর
আজ মঙ্গলবার ১১জুলাই দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই ৬ আসামির জামিন আবেদন করা হলে বিচারক তানভীর আহম্মেদ জামিন নামঞ্জুর করেন।
প্রথম নিউজ.জামালপুরঃ জামালপুরে বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় জেলহাজতে থাকা প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার ১১জুলাই দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই ৬ আসামির জামিন আবেদন করা হলে বিচারক তানভীর আহম্মেদ জামিন নামঞ্জুর করেন।
আসামিরা হলেন- মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ উপজেলার কামালেরবার্তী গ্রামের জমির শেখের ছেলে রেজাউল করিম, একই এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনির, মৃত জসি শেখের ছেলে জাকিরুল, সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামের মৃত ঈমান আলীর ছেলে আন্দোলন সরকার ও মোল্লাপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মকবুল।
সাংবাদিক নাদিম হত্যা মামলায় মঙ্গলবার জামিন নামঞ্জুর হওয়া ৬ আসামিসহ এ পর্যন্ত ১৬ আসামি জেলহাজতে রয়েছেন। এর আগেও আসামিরা জামিনের আবেদন করেছিলেন। সাংবাদিক নাদিমের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী জানান, জেলহাজতে থাকা প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান বাবুসহ ৬ আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে তাদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলেসহ একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের ওপর হামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে তাঁকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন দুপুরে মারা যান নাদিম।
এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলায় দায়ের করেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।