সাংবাদিক ডা. বুলবুল আর নেই
আজ বুধবার ভোরে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
প্রথম নিউজ, ঢাকা: সাংবাদিক ও চিকিৎসক মোজাহার হোসেন বুলবুল আর নেই। আজ বুধবার ভোরে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বেশ কিছু দিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন বলে জানান তার বোনের ছেলে তানভীর অপু।
রাজশাহীর দৈনিকবার্তা দিয়ে সাংবাদিকতার হাতেখড়ি বুলবুল হোসেন নামে লিখতেন। এরপর দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল ও দৈনিক যায়যায়দিনের রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ডা. মোজাহার হোসেন বুলবুল সেন্ট্রাল হাসপাতালের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে সিভিল সার্জন হিসেবে নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) এর প্রধানের দায়িত্ব পালন করেন।
বুলবুল হোসেনের প্রথম জানাজা ঢাকার গ্রীনরোডের সেন্ট্রাল হাসপাতালে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ রাজশাহীতে নেওয়া হবে। বাদ আসর রাজশাহীর উপশহরের নূর মসজিদে দ্বিতীয় জানাজা হেঁতেমখা গোরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখেছেন মোজাহার হোসেন বুলবুল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: