সোনারগাঁয়ে বিএনপির ১১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

সোনারগাঁয়ে বিএনপির ১১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
সোনারগাঁয়ে বিএনপির ১১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নাশকতার অভিযোগে বিএনপির ১১৯ নেতা–কর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের ভুঁইয়া বাদী হয়ে গতকাল সোমবার রাতে মামলাটি করেন। মামলায় ৩৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হয় আজ মঙ্গলবার দুপুরে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তার তিনজনের নাম জানায়নি পুলিশ। মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান,  সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব, থানা ছাত্রদলের সভাপতি জাকারিয়া ভুঁইয়া, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সভাপতি ফরহাদ সিকদার, সদস্যসচিব তানভীর, বিএনপি নেতা মো. মামুন, আমিনুল ইসলাম, মো. সফি, নূরে ইয়ামিন নোবেল, সোহেল, মোক্তার হোসেন, আবুল হোসেন, মনির হোসেন, আমিনুল ইসলাম, আফজাল হোসেন, মুছা মিয়া, আজিজুল্লাহ, শহিদ সরকার, সানোয়ার হোসেন, রউফ প্রধান, শরিফ, কবির, কামাল হোসেন, মো. লতিফ, নেহাল উদ্দিন, মো. মোকলেছ, মো. শাহআলম, তাজুল ইসলাম সরকার, আবদুর রউফ, মো. জয়নাল, আওলাদ হোসেন, মো. ফারুক, জালাল মিয়া।

মামলায় উল্লেখ করা হয়, গত রোববার রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছোট সাদিপুর এলাকায় বিএনপির ৭০-৮০ জন লোক মশাল, রড, হকিস্টিক, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে। মিছিল থেকে ককটেল বিস্ফোরণ এবং গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে তিন–চারটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, দুটি পোড়া টায়ারের অংশসহ মশাল মিছিলে ব্যবহৃত সাতটি পোড়া লাঠি জব্দ করা হয়। ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ ভন্ডুল করতে ক্ষমতাসীন দল ও পুলিশ নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা এবং গ্রেপ্তার করে যাচ্ছে বলে মনে করেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ‘পুলিশের হয়রানির কারণে এক সপ্তাহ ধরে আমরা নারায়ণগঞ্জের বাইরে অবস্থান করছি। সেখানে লাঠিসোঁটা নিয়ে মিছিলের অভিযোগ হাস্যকর।’ এর আগে গত ১৭ নভেম্বর বিকেলে মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম বাদী হয়ে সোনারগাঁ থানায় আরও একটি মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ ছাড়াও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom