সাদিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন খায়রুল

সাদিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন খায়রুল

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: পর্দায় রোমান্সের দৃশ্যে অভিনয় করতে গিয়ে অনেকে বাস্তব জীবনেও সম্পর্কে জড়িয়ে যান। এমন ঘটনা অহরহ দেখা যায়। গুঞ্জন উঠেছে, পর্দার বাইরে বাস্তবেও প্রেম করছেন বর্তমান সময়ে নাটকের জনপ্রিয় জুটি অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান।

তাদের মধুর সম্পর্ক শুধু শুটিংয়েই সীমাবদ্ধ থাকছে না, বরং বাইরেও একসঙ্গে মিলিত হচ্ছেন তারা—এমনটাই চাউর হয়েছে টেলিভিশন পাড়ায়। এবার বিষয়টি নিয়ে মুখলেন খায়রুল বাসার।

তিনি বলেন, ‘গুঞ্জনের বিষয়টা আমিও শুনেছি। বাইরে থেকে অনেকেই অনেক কথা বলেন। এটা আমি এনজয় করি। থ্রিলিং মনে হয়। একসঙ্গে বেশি কাজ হলেই কি প্রেম হয়? এমন গুঞ্জন নতুন নয়। আমরা একসঙ্গে বেশি কাজ করি। এর কারণ আমাদের সময় মিলে যাচ্ছে, আবার আমরা সময় মিলিয়ে নিচ্ছি। আবার প্রযোজকরা দেখছেন আমাদের একসঙ্গে অভিনীত কাজগুলো দর্শক পছন্দ করছেন। তখন অন্যরাও আমাদের একসঙ্গে কাস্টিং করছেন। গল্প পছন্দ হচ্ছে। দুজনই ওকে বলছি। যার ফলে বেশি কাজ হচ্ছে, এই যা।’

বিহাইন্ড দ্য ক্যামেরা দুজনের ভালো সম্পর্কের বিষয়ে এ অভিনেতা বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে যেটা হয়েছে, আমাদের বোঝাপড়াটা জমে গেছে। হয়তো আমরা গল্প নিয়ে শুটিংয়ে আড্ডা দিচ্ছি, কথা বলছি, হাসাহাসি করছি, এগুলো দেখে অন্যরা মনে করছে, প্রেম করছে। সবচেয়ে বড় কথা, আমাদের নিয়ে গল্পের প্রকাশভঙ্গি দর্শকদের ভালো লাগছে। জুটি হিসেবে দর্শকরা আমাদের স্বীকৃতি দিয়েছেন। তারা আমাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলেন, ভালো লাগে। কিন্তু এটা প্রেম বা রিলেশন এমন কিছু নয়।’

খায়রুল বাসার অভিনীত গত ঈদুল আজহার পাঁচ নাটকের চারটিতেই তার সঙ্গে জুটি বাঁধেন সাদিয়া আয়মান। কাকতালীয়ভাবে সবগুলোর গল্পও প্রেমকে উপজীব্য করে। আর এতে করেই দুজনের সম্পর্কের গুঞ্জন ডালপালা মেলেছে।