বিয়েতে নিজেরাই নেচে অনুষ্ঠান মাতালেন বর-কনে, ভিডিও ভাইরাল

প্রথম নিউজ, ডেস্ক : বিয়ের অনুষ্ঠানে অনেক রকম ঘটনাই ঘটে থাকে। কিন্তু বর-কনে নিজেরাই নিজেদের বিয়েতে নাচার ঘটনা কিন্তু অনেকটাই বিরল। আর এমনই ঘটনা ঘটিয়ে ভাইরাল হয়েছেন এক নব দম্পতি।
সম্প্রতি মুগ্ধকর নাচ দেখিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন বর-বউ। সেখানে দেখা যায়, অনুষ্ঠানে আসা সবার সামনে পারফরম করছেন তারা। আর তাদের নাচের প্রতিটি পদক্ষেপই যেন বলে দিচ্ছিল যে অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েই তাদের এ উপস্থাপনা।
বর-কনের আগমনের অপেক্ষাতে ছিলেন সবাই। একসময় তারা আসেন একদম সিনেমার কায়দায়। এর পরেই নাচ দেখিয়ে জমিয়ে ফেলেন পুরো আসর। পরে তাদের সঙ্গে তাল মেলান অতিথিরাও। তারা 'ইন দা ঘেটটো' নামের জনপ্রিয় গানটিতে নেচেছিলেন। তাদের এ আয়োজন দ্বারা বিয়েতে আসা অতিথিদের ভালোমতোই উপভোগ করাতে পেরেছিলেন তারা।
ইনস্টাগ্রামে উয়িডএবাউট নামের একটি পেজে এই ভিডিওটি প্রকাশ করা হয়। এরপরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। শুক্রবার প্রকাশ করা এ ভিডিওটি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: