শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতেই প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব
প্রথম নিউজ, ডেস্ক : কথা ছিল মোহামেডানের জার্সি গায়ে প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে নামবেন। কিন্তু তা আর হলো কই! তারকা ক্রিকেটাররা খেলতে আসার আগেই মোহামেডানের বিদায় ঘটে গেছে সুপার সিক্সে ওঠার আগেই।
তবে নতুন খবর হলো, প্রিমিয়ার লিগ ঠিকই খেলবেন সাকিব, লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। মঙ্গলবার বিকেলেই এ খবর জানা গেছে। মোহামেডান সাকিবকে রূপগঞ্জের হয়ে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে।
তবে, লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল জানিয়েছেন, মূলতঃ শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রস্তুতির জন্যই ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্বে খেলবেন সাকিব আল হাসান।
সাকিবের খেলা প্রসঙ্গে ক্রিকবাজকে বাদল বলেন, ‘আমাদের পরবর্তী ম্যাচেই তাকে পাওয়া যাবে। লিগে আমাদের অবস্থানের জন্য নয়, আমার সাথে সম্পর্কের খাতিরে সে খেলতে চেয়েছে (প্রস্তুতি হিসেবে), যেহেতু তার সামনে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে।’
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ খেলার জন্য ৮ মে ঢাকা আসবে লঙ্কান ক্রিকেট দল। ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট, ২৩ মে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজে খেলার প্রস্তুতি নিতেই প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো খেলবেন সাকিব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই দেশে ফিরে আসেন সাকিব। পরিবারের বেশ কিছু সদস্য অসুস্থ হওয়রা কারণে টেস্ট সিরিজ না খেলেই চলে আসতে হয় তাকে। এরপর মেয়েদের নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। এরই মধ্যে মৃত্যুবরণ করেন সাকিবের শাশুড়ি।
প্রিমিয়ার লিগে এবারের আসরে বেশ শক্তিশালী দল গঠন করেছিল মোহামেডান। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ধরে রাখার পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মিরাজকে দলে নিয়েছে সাদা-কালো শিবির। কিন্তু শিরোপা তো দূরের কথা, সুপার লিগেও উঠতে পারেনি মোহামেডান।
লিগের বাইলজ অনুযায়ী যদি নির্দিষ্ট খেলোয়াড় কোনো দলের হয়ে একটি ম্যাচও না খেলে এবং সেই দলের খেলা শেষ হয়ে গেলে দলের অনুমতি সাপেক্ষে সেই খেলোয়াড় আরেক দলের হয়ে খেলতে পারে। সেই নিয়মেই মুশফিক-মিরাজ শেখ জামালে খেলছেন। একই নিয়মেই মোহামেডানের সাকিব খেলতে যাচ্ছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews