সাবেক ক্রিকেটার-আম্পায়ারদের পেনশন বাড়ালো ভারত

চলতি মাস থেকেই বাড়তি পেনশন পাবেন সাবেক পুরুষ ও নারী ক্রিকেটার এবং আম্পায়াররা

 সাবেক ক্রিকেটার-আম্পায়ারদের পেনশন বাড়ালো ভারত
সাবেক ক্রিকেটার-আম্পায়ারদের পেনশন বাড়ালো ভারত-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : নতুন রেকর্ড গড়ে আইপিএলের টিভিস্বত্ব বিক্রির পরপরই সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলতি মাস থেকেই বাড়তি পেনশন পাবেন সাবেক পুরুষ ও নারী ক্রিকেটার এবং আম্পায়াররা।

সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটারদের পেনশনে আগে যারা পেতেন মাসে ১৫ হাজার রুপি, তারা এখন পাবেন ৩০ হাজার রুপি করে। যারা আগে পেতেন ৩৭ হাজার ৫০০ রুপি, তারা এখন পাবেন ৬০ হাজার ও আগে যাদের পেনশন ছিল ৫০ হাজার রুপি, তাদের এখন দেওয়া হবে ৭০ হাজার রুপি করে।

নারী ক্রিকেটারদের মধ্যে যারা আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন, তারা আগে পেতেন ৩০ হাজার রুপি। নতুন কাঠামোতে তাদেরকে মাসে দেওয়া হবে ৫২ হাজার ৫০০ রুপি। এছাড়া ২০০৩ সালের আগে অবসর নেওয়া প্রথম শ্রেণির নারী ক্রিকেটাররা ২২ হাজার ৫০০ রুপির বদলে এখন পাবেন ৪৫ হাজার রুপি।

এই ঘোষণা দিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ৯০০ জন ব্যক্তিত্ব এর সুবিধা পাবেন। যার মধ্যে প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রায় ১০০ শতাংশ বাড়তি পেনশন পাবেন।’

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আমাদের সাবেক ক্রিকেটার, আম্পায়াররা যেনো আর্থিক দিক থেকে ভালো থাকে, সে বিষয়ে খেয়াল রাখা অতীব জরুরি। তারাই আমাদের লাইফলাইন এবং বোর্ড হিসেবে তাদের খেলোয়াড়ি জীবনের পর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।’

এছাড়া ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ অরুন সিং ধুমাল বলেছেন, ‘বিসিসিআই এখন যে অবস্থানে আছে, এর পেছনে সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের ভূমিকা অনেক বেশি। তাদের মাসিক পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। এটি তাদের ভালো থাকতে সহায়তা করবে।’

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom