শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ: পররাষ্ট্র উপদেষ্টা

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বতী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন তিনি।

শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ: পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম নিউজ, অনলাইন: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষদিকে কিংবা ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন দেয়ার কথা বললেও সুনির্দিষ্ট দিন-তারিখ এখনও ঘোষণা করেনি অন্তর্বতী সরকার। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা, উদ্বেগ ও কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ। এর মধ্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বতী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন তিনি। বলেন, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।