লাহোরে দলের সঙ্গে যোগ দিলেন লিটন দাস

 লাহোরে দলের সঙ্গে যোগ দিলেন লিটন দাস

প্রথম নিউজ, ডেস্ক : প্রচণ্ড জ্বরের কারণে এশিয়া কাপের শুরুতে দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারেননি লিটন কুমার দাস। শেষ পর্যন্ত অপেক্ষা করে সুস্থ না হওয়ার কারণে তাকে বাদ দিয়ে দলে নেয়া হয় ঢাকা প্রিমিয়ার লিগে রান করা ওপেনার এনামুল হক বিজয়কে।

তবে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করার পরই ওপেনিংয়ে সমস্যা দুর করতে লিটন দাসকে উড়িয়ে নেয়া হয়েছে পাকিস্তানে। সোমবার রাত ৯টায় কাতার ওয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দোহা হয়ে পাকিস্তানের লাহোরে পৌঁছান লিটন।

গতকাল রাতেই বিসিবির পক্ষ থেকে মেইলে লিটন দাসের লাহোর রওয়ানা হওয়ার খবর জানিয়ে দেয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। দলে কিছু ইনজুরি সমস্যা থাকার কারণে টিম ম্যানেজমেন্ট মনে করেছে, টপ অর্ডারে একজন অতিরিক্ত ব্যাটার প্রয়োজন। যে কারণে লিটনকে পাঠানো হয়েছে লাহোরে।’

বিবৃতিতে আরও বলা হয়, জ্বর থেকে পুরোপুরিভাবে সেরে উঠেছেন লিটন। বিসিবির মেডিক্যাল টিমের মতামত নিয়েই তাকে লাহোর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘লিটন দাসকে পাকিস্তানে পাঠানো হচ্ছে আমি জানিই না।’ বিসিবি প্রধান জানেন না, অথচ এরই মধ্যে লিটন দাস দোহা হয়ে লাহোর গিয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে।