রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেনের নিয়োগ বাতিল

এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেনের নিয়োগ বাতিল

প্রথম নিউজ, অনলাইন:  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়ার ২২ দিনের মাথায় এ নিয়োগ বাতিল করা হলো।

তবে কী কারণে সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। এর আগে ৬ আগস্ট সাগর হোসেনকে রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই প্রজ্ঞাপনই এখন বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী সাগর হোসেনের নিয়োগের আদেশ বাতিল করা হলো।