রুশ সেনাবাহিনীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রিগোজিন: পুতিন
প্রথম নিউজ, ডেস্ক : রুশ সেনাবাহিনীর একটি শাখা হিসেবে দায়িত্ব পালন করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার মস্কোতে আলোচনায় ওয়াগনারের বেশ কয়েকজন কমান্ডার এই পরিকল্পনায় সায় দিয়েছেন বলে তিনি জানান। খবর বিবিসির।
পুতিন বলেন, প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন ওয়াগনারপ্রধান। প্রিগোজিন এই প্রস্তাবে বলেছেন, তারা এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন।
২৩-২৪ জুন ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের পর পুতিনের সঙ্গে বাহিনীটির সিনিয়র কমান্ডারদের এ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
পুতিন বলেন, বৈঠকে প্রিগোজিনসহ অন্তত ৩৫ জন ওয়াগনার কমান্ডার উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর প্রস্তাবে কর্মসংস্থানের একাধিক বিকল্প ছিল। একটি ছিল যোদ্ধারা একজন সিনিয়র ওয়াগনার কমান্ডারের অধীনে যুদ্ধে অংশগ্রহণ অব্যাহত রাখবে। আমি যখন এ প্রস্তাব দিচ্ছিলাম, অনেক কমান্ডার মাথা নেড়ে সম্মতি দিচ্ছিলেন। সামনে বসা প্রিগোজিন তা দেখতে পাননি।