রেলস্টেশনের টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপনের বদলে চলছে পর্ন ফিল্ম
ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা রেলস্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ প্ল্যাটফর্মের একাধিক টিভিতে টানা ৩ মিনিট পর্ন ফিল্ম চলে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রবিবাসরীয় সকালে স্টেশনে ট্রেন ধরার ব্যস্ততায় যাত্রীরা। হুড়োহুড়ির মধ্যে আচমকা হইচই শুরু সকলের মধ্যে। কারণ? রেলস্টেশনের টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপনের বদলে চলছে পর্ন ফিল্ম। এমন অবাক করা কাণ্ড দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ যাত্রীদের।
ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা রেলস্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ প্ল্যাটফর্মের একাধিক টিভিতে টানা ৩ মিনিট পর্ন ফিল্ম চলে। সেই সময় বহু মহিলা ও শিশুরাও উপস্থিত ছিল সেখানে। এমন মুহূর্তে অস্বস্তিতে পড়েন সকলেই। তড়িঘড়ি করে যাত্রীরা অভিযোগ জানান জিআরপি এবং আরপিএফের আধিকারিকদের কাছে। সেটি বন্ধ করতে করতেই পেরিয়ে যায় অনেকটা সময়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই রেলস্টেশনের টেলিভিশনের বিজ্ঞাপনের দায়িত্ব ছিল দত্ত কমিউনিকেশন নামে এক সংস্থার উপর। জিআরপির তরফে দেরি হলেও, সংস্থার সঙ্গে দ্রুত যোগাযোগ করে আরপিএফ। দ্রুততার সঙ্গে রেলস্টেশনের টিভিতে পর্ন ফিল্ম বন্ধ করার নির্দেশ দেন আধিকারিকরা। এখানেই শেষ নয়। রেলের তরফে দত্ত কমিউনিকেশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি, আর্থিক জরিমানাও দিতে বলা হয়েছে। আজকাল
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: