রামপুরায় বাসচাপায় কিশোর নিহত

 রামপুরায় বাসচাপায় কিশোর নিহত

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর রামপুরায় ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মো. সাজিদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা মজিবর গাজী বলেন, পূর্ব রামপুরা ডিআইটি রোডে একটি অটো সেন্টারের কর্মচারী ছিলেন সাজিদ। সন্ধ্যার দিকে ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে ডিআইটি রোডে ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহন নামের একটি বাসের ধাক্কায় নিচে পড়ে চাপা খায় সাজিদ। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।