মাদক সেবন করিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে ফেলে এক তরুণকে হত্যা

রাজধানীর হাতিরঝিলের মীরবাগে মাদক সেবন করিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে ফেলে

মাদক সেবন করিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে ফেলে এক তরুণকে হত্যা
প্রতিকী ছবি

প্রথম নিউজ, ঢাকা:  রাজধানীর হাতিরঝিলের মীরবাগে মাদক সেবন করিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে ফেলে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। নাবিল ইসলামকে (১৮) শনিবার দুপুরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিকাল পৌনে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাবিলের বড় ভাই শাকিল জানান, দুপুরে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন আমাদের বাসায় কল দিয়ে বলে নাবিল নিচে পড়ে আছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বিকালে ডাক্তার জানান, আমার ভাই আর নেই। তাকে কয়েকজন মিলে মাদক সেবন করিয়ে তিনতলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মীরবাগের উজ্জীবন গলি থেকে এক তরুণকে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল।

পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, তাকে মাদক সেবন করিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। লাশ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom