রাজধানীতে তারের জঞ্জাল দূর করতে দ্রুত সমন্বয়ের তাগিদ

বিদ্যুৎ ও ব্রডব্যান্ড ইন্টারনেটের মধ্যে দ্রুত সমন্বয় জরুরি। বর্তমানে যত্রতত্র তারের জঞ্জালে অতিষ্ঠ রাজধানীসহ দেশের বিভাগীয় শহর ও জেলা শহরগুলোর বাসিন্দারা। ব্রডব্যান্ড ইন্টারনেটের তারে ঢেকে যাচ্ছে রাজধানীর আকাশ।

রাজধানীতে তারের জঞ্জাল দূর করতে দ্রুত সমন্বয়ের তাগিদ
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীতে তারের জঞ্জাল দূর করতে দ্রুত সমন্বয়ের তাগিদ দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তারা বলছে, তারের জঞ্জাল নিরসনে সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগ প্রায়ই তার কাটাকাটির ফলে বিপাকে পড়ে যায় ইন্টারনেট ব্যবহারকারীরা। তাই চলমান ডিপিডিসির আন্ডারগ্রাউন্ডে ক্যাবল নিয়ে যাওয়ার কাজের পাশাপাশি বিদ্যুৎ বিভাগ ও ব্রডব্যান্ড ইন্টারনেট কর্তৃপক্ষের মাধ্যমে ইকোসিস্টেম বা দ্রুত সমন্বয় জরুরি।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎ ও ব্রডব্যান্ড ইন্টারনেটের মধ্যে দ্রুত সমন্বয় জরুরি। বর্তমানে যত্রতত্র তারের জঞ্জালে অতিষ্ঠ রাজধানীসহ দেশের বিভাগীয় শহর ও জেলা শহরগুলোর বাসিন্দারা। ব্রডব্যান্ড ইন্টারনেটের তারে ঢেকে যাচ্ছে রাজধানীর আকাশ।

তিনি বলেন, টেকসই ও দীর্ঘমেয়াদি সঠিক পরিকল্পনার অভাবে তারের যানজট নিরসন করা এখনও সম্ভব হচ্ছে না। তবে বর্তমানে বিদ্যুৎ বিভাগের রাজধানী তার মুক্ত করার যে বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হতে যাচ্ছে তার সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাকে সমন্বয় বা ইকোসিস্টেম করা গেলে তারের জঞ্জাল নিরসন করা অনেকটাই সম্ভব বলে আমরা মনে করি। বিদ্যুৎ সরবরাহ নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন করতে বিতরণ লাইন মাটির নিচে নিচ্ছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। ইতোমধ্যে জাহাঙ্গীর গেট থেকে ফার্মগেট পর্যন্ত দুই কিলোমিটার লাইন মাটির নিচে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তারের জঞ্জাল সরাতে ব্রডব্যান্ড ইন্টারনেটকে যুক্ত করা অত্যন্ত জরুরি। আর যদি তা না করা যায়, তাহলে হয়ত রাজধানী থেকে বিদ্যুতের তার অপসারণ করা গেলেও ব্রডব্যান্ড ইন্টারনেটের তার আরও জঞ্জাল সৃষ্টি করবে। সেই সঙ্গে গ্রাহক ভোগান্তি অনেক বাড়বে। ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র আইএসপি বিনিয়োগকারীরাও। আমরা মনে করি, বিদ্যুৎ বিভাগ ও বিটিআরসির সঙ্গে আইএসপি অপারেটরদের দ্রুত সমন্বয় করা হোক। গ্রাহক স্বার্থ বিবেচনায় নিয়ে এবং তারবিহীন ঢাকা নগরী গড়ে তুলতে একটি যুগোপযোগী ইকোসিস্টেম গড়ে তোলা হোক।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom