রূপগঞ্জে হোটেল ব্যবসায়ীকে গুলি
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ উপজেলার প্রধান সড়কে এই গুলির ঘটনা ঘটে।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন শরিফ শিকদার (৪২) নামের এক হোটেল ব্যবসায়ী। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ উপজেলার প্রধান সড়কে এই গুলির ঘটনা ঘটে।আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শরিফ শিকদার বলেন, রূপগঞ্জ মুরাপাড়া এলাকায় আমার খাবার হোটেলের ব্যবসা রয়েছে। দুপুরে সংবাদ পান রূপগঞ্জ রূপায়ণ কিন্ডারগার্টেনের পাশে ভাতিজা রিফাতকে কে বা কারা মারধর করছে। দ্রুত সেখানে গেলে আকাশ ওরফে ফয়সাল, সোহান, সোহাগসহ ১০-১২ জন তাকে লক্ষ্য করে গুলি করে। এতেই তিনি গুলিবিদ্ধ হন।
শরিফ অভিযোগ করে বলেন, আকাশ, সোহাগ, সোহানসহ ওরা সবাই মাদক কারবারি। দুপুরে মাদক পাচারের সময় ভাতিজা রিফাত তাদের ট্রাকটি ধরে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে রিফাতকে তারা মারধর করে। খবর পেয়ে হোটেল থেকে সেখানে গেলে তারা তাকে লক্ষ্য করে গুলি করে।
শরিফের চাচাতো ভাই মনির হোসেন জানান, তাদের বাসা রূপগঞ্জের মাহমুদাবাদ এলাকায়। বাবার নাম দেলোয়ার হোসেন শিকদার। মুরাপাড়া এলাকায় শরিফের শাহরিয়ার ও শান্ত নামের খাবার হোটেল আছে। রূপগঞ্জ রূপায়ণ কিন্ডারগার্টেন স্কুলের সামনে শর্টগানের গুলিতে শরিফ আহত হন। পরে সংবাদ পেয়ে আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শরিফ নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। শরিফের বাম পায়ে গুলি লেগেছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।