রাজধানীর কমলাপুরে ট্রাকের ধাক্কায় নিহত এক

রাজধানীর কমলাপুরে চৌরাস্তা মোড় এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন

রাজধানীর কমলাপুরে ট্রাকের ধাক্কায় নিহত এক

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কমলাপুরে চৌরাস্তা মোড় এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। রোববার (৭ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির বয়স ৪৫ বছর। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজিচালক মো. রাশেল জানান, কমলাপুর চৌরাস্তা মোড় এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। পরে পুলিশ সিএনজিযোগে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।