প্রেসক্লাবে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল
ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রথম নিউজ, ঢাকা: বিদ্যুৎ-গ্যাস, চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশে নেতাকর্মীদের ঢল দেখা গেছে। আজ রবিবার সকাল ১০টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্দ্যোগে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট এবং ঢাকার আশপাশের জেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেতাকর্মীদের ভিড়ের কারনে প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার স্বার্থে জাতীয় প্রেসক্লাব এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে উপস্থিত রয়েছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ,সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews