রিকশা থেকে পড়ে পিকআপ চাপায় নারী নিহত

রাজধানীর খিলগাঁওয়ে রিকশা থেকে পড়ে পিকআপ ভ্যানের চাপায় ফরিদা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন

রিকশা থেকে পড়ে পিকআপ চাপায় নারী নিহত

প্রথম  নিউজ, ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে রিকশা থেকে পড়ে পিকআপ ভ্যানের চাপায় ফরিদা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২০ মে) বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের মৌলভিরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

শরিয়তপুরের গোশাইরহাট উপজেলার কবির হাওলাদার কান্দি গ্রামের জামাল হাওলাদারের স্ত্রী ফরিদা। তিন ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।

নিহতের ভাগ্নি সেলিনা বেগম জানান, শুক্রবার (১৯ মে) গ্রামের বাড়ি থেকে ডাক্তার দেখাতে ঢাকায় আসেন ফরিদা। তাকে নিয়ে বনশ্রী ফরাজি হাসপাতাল যান সেলিনা। সেখানে চিকিৎসকের সিরিয়াল দিয়ে রিকশায় তারা নবীনবাগের বাসায় ফিরছিলেন। মৌলভীরটেক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি রিকশা তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে ফরিদা পড়ে গেলে তাকে চাপা দেয় একটি পিকআপ ভ্যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’


মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’