রাজধানীতে হেরোইন-ইয়াবাসহ ৭৪ জনকে গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২ টি মামলা করা হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ বুধবার সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২০৩.৫ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন, ৫৫৮৮ পিস ইয়াবা বড়ি, ২৩ কেজি ২২০ গ্রাম গাঁজা, ৩১০ বোতল দেশীয় মদ, ১৩ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ৯০০০ পিস ট্যাপেনটাডেল উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২ টি মামলা করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: