যার কারণে প্রেম-বিয়ে ভেঙেছিল অক্ষয়ের
বলিপাড়ায় সফল অভিনেতাদের তালিকায় নিজের নাম না লেখালেও হিন্দি ফিল্মজগতের অভিনেত্রীদের মনে জায়গা করে ফেলেছিলেন বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্না।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : বলিপাড়ায় সফল অভিনেতাদের তালিকায় নিজের নাম না লেখালেও হিন্দি ফিল্মজগতের অভিনেত্রীদের মনে জায়গা করে ফেলেছিলেন বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্না। ঐশ্বরিয়ার সঙ্গেও নাকি মনের আদানপ্রদান করেছিলেন অক্ষয়। কিন্তু এ সম্পর্ক বেশি দিন টেকেনি। তবে কাপুর পরিবারের এক মেয়ের সঙ্গে বহুদিন সম্পর্কে ছিলেন অক্ষয়। বলিপাড়ায় চর্চা ছিল— রণধীর কাপুর নাকি তার কন্যাকে বিয়ে করার প্রস্তাবও নিয়ে গিয়েছিলেন অক্ষয়ের কাছে। কিন্তু অন্য এক মহিলার কারণে অক্ষয়ের বিয়ে শুধু ভাঙেই না, সম্পর্কও ভেঙে যায়।
অক্ষয় তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সরাসরি মুখ না খুললেও বলিপাড়ার গুঞ্জন আছে— কারিশমা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অক্ষয়। এর আগে অজয় দেবগনের সঙ্গে প্রথমে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দুই তারকার রসায়ন জমে না ওঠায় সম্পর্কে ইতি টানতে হয়। অজয়ের সঙ্গে বিচ্ছেদের পরেই নাকি অক্ষয়ের সঙ্গে মেলামেশা বেড়ে যায় কারিশমার। এই বন্ধুত্বই পরে ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। নিজেদের সম্পর্কের কথা গোপনই রেখেছিলেন কারিশমা ও অক্ষয়।
কিন্তু কাপুর পরিবার কোনোভাবে অক্ষয় এবং কারিশমার সম্পর্কের কথা জানতে পারে। কারিশমার জীবনসঙ্গিনী হিসাবে অক্ষয়কে পছন্দ করেন অভিনেত্রীর বাবা রণধীর কাপুরও। অক্ষয়ের কাছে বিয়ের প্রস্তাবও নিয়ে গিয়েছিলেন রণধীর। কারিশমা ও অক্ষয়ের বিয়ের কথা এগোতে যাওয়ার মুহূর্তেই বাধা দেন বলিপাড়ার এক অন্য অভিনেত্রী।
ষাট থেকে সত্তর দশকের মধ্যে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় ববিতা কাপুরকে। ১৯৭১ সালে রণধীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। তার পর অভিনয় জগৎ থেকে ধীরে ধীরে সরে যেতে থাকেন তিনি।
কারিশমা ও অক্ষয়ের বিয়েতে বাধা দিয়েছিলেন ববিতা। ক্যারিয়ার ছেড়ে দুই কন্যা করিশমা ও কারিনাকে নিয়েই ব্যস্ত থেকেছেন ববিতা। মা হিসাবে তিনি কখনো চাননি যে তার কন্যারাও ক্যারিয়ার ছেড়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ুক। তাই অক্ষয় ও কারিশমার বিয়ের কথা পাকা হওয়ার আগে সে বিষয়ে অমত প্রকাশ করেন ববিতা। কারিশমার বিয়ে দিতে রাজি নন সে কথা সরাসরি জানান তিনি।
অক্ষয়ের সঙ্গে সম্পর্কে থাকাকালীন ক্যারিয়ারের শীর্ষে ছিলেন কারিশমা। সেই সময় কারিশমা যদি বিয়ে করতেন, তবে সবচেয়ে বেশি তার প্রভাব পড়ত অভিনেত্রীর ক্যারিয়ারেই। করিশমার ক্যারিয়ার নষ্ট হোক তা চাননি ববিতা। তাই তিনি জানান, কারিশমা বিয়ে করলে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। তাই অক্ষয়কে বিয়ে না করাই ভালো বলে দাবি করেছিলেন ববিতা।
এদিকে ২০০৩ সালে দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা। বহু বছর এক ছাদের তলায় থেকেও সঞ্জয়ের সঙ্গে কারিশমার সম্পর্ক টেকেনি। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায়।