যুক্তরাষ্ট্রের ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্
প্রথম নিউজ, ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি গিয়েছিলেন ১৪ই নভেম্বর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে। এরপরই ফিরে আসার কথা ছিল তার। কিন্তু যুক্তরাষ্ট্র প্রবাসী ও আয়োজকদের অনুরোধে তিনি সেখান আরেকটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আগামী ৪ঠা ডিসেম্বর শাকিবের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের। একথা তিনি নিজেই জানিয়েছেন। ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ নায়ক লেখেন, ১৪ই নভেম্বর নিউ ইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে এসেছিলাম। ওই আয়োজনের পর আয়োজকদের অনুরোধে ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি ভাইবোনদের সঙ্গে দেখা করতে আগামী ৪ঠা ডিসেম্বর আসছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে।
তিনি আরও লিখেছেন, এ অনুষ্ঠানের বাইরে যুক্তরাষ্ট্রের আর কোনো অনুষ্ঠানে আমার কোনো ধরনের অংশগ্রহণ থাকছে না। গত ১২ই নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে নিজের নতুন সিনেমার ঘোষণা দেন। যেটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। এই সিনেমার ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে। প্রযোজনা করছে শাকিবের নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মস। এদিকে, এর আগে শাকিব দেশে শেষ করেছেন এসএ হক অলিকের ‘গলুই’ ছবির কাজ। এখানে তার নায়িকা পূজা চেরি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: