মা হলেন গায়িকা আকৃতি কক্কর
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: মা হয়েছেন গায়িকা আকৃতি কক্কর। গত বুধবার ভারতের জনপ্রিয় এ গায়িকার কোল জুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। স্বামীকে সঙ্গে নিয়ে সামাজিক মাধ্যমে ঘরে নতুন অতিথি আসার সুখবর দেন আকৃতি।
এক পোস্টে আকৃতি লিখেন, ১ নভেম্বর থেকে আমাদের পরিবারে ছোট্ট দুটি পা আর সুন্দর একটি হৃদয়ের আগমন ঘটেছে। আমাদের আদরের সন্তান আমাদের সঙ্গেই রয়েছে। ঈশ্বর আমাদের সবথেকে সুন্দর একটি অভিজ্ঞতা দিয়েছেন।
আকৃতি আরও লিখেন, আমরা আমাদের বাবা-মা এবং আমার বোনদের ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে থাকার জন্য। ২০১৬ সালের ৮ মার্চ চিরাগ অরোরার সঙ্গে বিয়ে হয় আকৃতির। বিয়ের প্রায় ৭ বছর পর সন্তান হওয়ার সুখবর দিলেন আকৃতি।