ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের পরিবহন বন্ধ
সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
প্রথম নিউজ, ঢাকা: ময়মনসিংহ বিভাগের ৪ জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার সকল বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডাকা এই পরিবহন ধর্মঘটে আজ রবিবার সকাল থেকেই সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর থেকে টঙ্গী রাস্তার খানাখন্দ ও ভাঙাচোরা মেরামতের দাবিতে সকাল থেকে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়ায় ব্যক্তিগত গাড়ি ভাড়া করে জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হচ্ছে যাত্রীদের। পরিবহন সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টায় যাতায়াত করছে ৪২০টি গাড়ি। ২৪ ঘণ্টায় চলাচল করছে দশ হাজার ৮০টি গাড়ি। রাস্তা খারাপের কারণে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জ্বালানি খরচ হয় ২০ লিটার বেশি।
হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮০ গাড়িতে ২ লাখ এক হাজার ৬০০ লিটার তেল লাগে। যার অর্থমূল্য এক কোটি ৬১ লাখ ২৮ হাজার টাকা। প্রতিদিন মালিকদের তেল বাবদ নষ্ট হচ্ছে ওই টাকা। দিন দিন পরিবহন শিল্পের এই অতিরিক্ত খরচে দিশেহারা মালিক শ্রমিকরা। দ্রুত রাস্তা মেরামত করে এই সমস্যা সমাধানের দাবি পরিবহন মালিক শ্রমিকসহ যাত্রীদের। ময়মনসিংহ চেম্বার অব কমার্স এবং ময়মনসিংহ বিভাগীয় মোটর মালিক সমিতি গত ২ জানুয়ারি এই ধর্মঘটের ডাক দেয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: