প্রথম নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরবাইকের ৩ আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো: বাবু(২৫), ইয়াসিন মিয়া(১৮) ও রিপন মিয়া(২৮)। তারা সবাই ত্রিশাল উপজেলার কালীবাজার ও সেনবাড়ী এলাকার বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘাতক ট্রাকটি মোটরবাইক আরোহীদের পেছন থেকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। এতে গুরতর জখম হয়ে ঘটনাস্থলেই দুই জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তবে এ ঘটনায় ঘাতকটি ট্রাকটিকে আটক করা হলের ড্রাইভার পালিয়ে গেছে। ওসি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: