মাশরাফি-তামিমদের অনুশীলনে হঠাৎ হেলিকপ্টার
প্রথম নিউজ, ডেস্ক : চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করছিল মিনিস্টার ঢাকা। গা গরমের ফুটবল খেলে মূল অনুশীলন সবে শুরু হয়েছিল। কিন্তু মিনিট দশেক যেতেই থামাতে হয় ব্যাট-বলের অনুশীলন। কারণ হঠাৎ করেই মাঠে অবতরণ করে একটি এয়ার অ্যাম্বুলেন্স।
ধুলো উড়িয়ে স্কয়ারের সেই এয়ার অ্যাম্বুলেন্স তথা হেলিকপ্টারটি অবতরণের খানিক পরই এমএ আজিজের মিডিয়া গেট দিয়ে প্রবেশ করে স্কয়ারের একটি অ্যাম্বুলেন্স। পরে সেই অ্যাম্বুলেন্স থেকে একজন রোগী নিয়ে ফের উড়াল দেয় হেলিকপ্টারটি।
ঘড়ির কাঁটায় তখন ১টার কিছু বেশি। মাঠের মিডিয়া প্রান্তের কাছে পাশাপাশি দুই নেটে ব্যাটিং করছিলেন মোহাম্মদ শাহজাদ ও তামিম ইকবাল। আর মাঠের মাঝামাঝিতে ক্যাচিং অনুশীলন করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজারা।
হঠাৎ করেই বিকট শব্দে ধুলো উড়িয়ে চারপাশ অন্ধকার করে মিডিয়া গেটের ওপর দিয়েই উড়ে আসে হেলিকপ্টারটি। খেলোয়াড়রা প্রথমে বুঝতে পারেননি কী হচ্ছে আসলে!
তবে জরুরি অবস্থা বুঝতে পেরে খেলোয়াড়দের নিয়ে এক পাশে সরে আসেন মাশরাফি। দূর থেকেই ঘটনা দেখতে থাকেন তামিম-শাহজাদরা। খানিক পরেই পরিষ্কার হয় পুরো ঘটনা। সেই মিডিয়া গেট দিয়েই মাঠে প্রবেশ করে একটি অ্যাম্বুলেন্স।
প্রায় ১৫-২০ মিনিট মাঠে ছিল হেলিকপ্টারটি। অ্যাম্বুলেন্স থেকে একজন রোগীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় সেটি। পরে খোঁজ নিয়ে জানা যায়, গত ২১ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সেই রোগী। কয়েকদিন স্থানীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি রাখা হয়। এখন অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ঢাকায়।
এ বিষয়ে মাঠে উপস্থিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম বলেছেন, ‘আমাদের সঙ্গে তারা আগেই যোগাযোগ করেছিল। আমরা অনুশীলনে জায়গা থেকে খানিক দূরে হেলিকপ্টার অবতরণের জায়গা ঠিক করেছিলাম। তারা সেটি বুঝতে না পেরে অনুশীলনের মাঝেই অবতরণ করে।’
হেলিকপ্টারটি ভুল জায়গায় অবতরণ করা নিয়ে মাঠকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। তবে ঢাকার খেলোয়াড়দের মধ্যে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং ঘটনার গুরুত্ব বুঝতে পেরে ধৈর্য নিয়েই হেলিকপ্টারটি মাঠ ছাড়ার অপেক্ষা করেন তারা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: