ম্যাক্রোঁর জয়ের পর ফ্রান্সে পুলিশের গুলিতে নিহত ২
প্রথম নিউজ, ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে দুইজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্যারিসের কেন্দ্রস্থলে রোববার (২৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এদিকে, একই দিনে চূড়ান্ত পর্বের প্রেসিডেন্টের ভোটে জয়ী হয়েছেন এমানুয়েল ম্যাক্রোঁ।
ফরাসি গণমাধ্যমগুলো বলছে, পুলিশ একটি গাড়িকে ভুল পথে চালানোর কারণে রোধ করার চেষ্টা করছিল। এসময় এ ঘটনা ঘটে। ফ্রান্সের আইজিপিএন পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।
এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরই রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভ হয় বলে জানা গেছে। বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ। পরে পুলিশ বিক্ষোভকারীদের টিয়ার শেল ছোড়ে ছত্রভঙ্গ করে দেয়।
ফ্রান্সের নাগরিকরা রোববার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ।
এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট, অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews