মেডিক্যাল ভর্তি পরীক্ষা শুরু

মেডিক্যাল ভর্তি পরীক্ষা শুরু

প্রথম নিউজ, অনলাইন:  দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা।
 

এবার আবেদনপত্র জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিক্যালে মোট আসন ৫ হাজার ৩৮০টি।
সেই হিসেবে এ বছর ১টি আসনের বিপরীতে লড়ছেন ২৫ জন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ লাখ ৪ হাজারের বেশি শিক্ষার্থী মেডিক্যাল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নেন। এ বছর আসনপ্রতি বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা।
 

উল্লেখ্য, দেশে মেডিক্যাল কলেজ রয়েছে ১১০টি।
এর মধ্যে সরকারি মেডিক্যাল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিক্যাল কলেজ রয়েছে। সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।