মুগদায় গলায় ওড়না পেঁচিয়ে নারীর আত্মহত্যা
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডায় আফরোজা আক্তার (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আফরোজা নরসিংদী জেলার রায়পুরা থানার মারজাল গ্রামের মো. তাজুল ইসলামের মেয়ে।
মঙ্গলবার (২১ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
মুগদা থানার উপ-পরিদর্শক আঙ্গুরা আক্তার সিমা জানান, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের ট্রলির উপর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহত আফরোজার স্বামী তারেকের কাছ থেকে জানতে পারি, ১৪-১৫ বছর আগে তাদের বিয়ে হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। এ নিয়ে তিনি দীর্ঘদিন যাবত ডিপ্রেশনে ভুগছিলেন। হঠাৎ নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি। এরপর তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপনময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান মুগদা থানার উপ-পরিদর্শক। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।