গুলশানে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত
রাজধানীর গুলশানে ট্রাকের ধাক্কায় রিকশায় থাকা চার বছরের এক শিশু নিহত হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর গুলশানে ট্রাকের ধাক্কায় রিকশায় থাকা চার বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির বাবা, মা ও তার ছয় বছরের বোন। গতকাল রোববার রাত ১১টায় গুলশানের আমেরিকান দূতাবাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মাহফুজুর রহমান রিহান। আহত হন শিশুটির বাবা আবদুর রহিম, মা শাহজাদি বেগম ও বোন রাহী (৬)। শিশু মাহফুজুরের চাচা আবদুর রহমান জানান, তাঁদের বাসা শাহজাদপুরে। রাতে তাঁরা গুলশান এলাকার বাজারে যান। সেখান থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় তাঁরা রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পথচারীরা। দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসক শিশু মাহফুজুরকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। তবে চালকের নাম জানাতে পারেননি তিনি।
পরিবার জানায়, তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খালিশপুরে। শিশুটির বাবা পেশায় মুদিদোকানি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: