মাকে হত্যার দায়ে মেয়ের যাবজ্জীবন, ২ জনের মৃত্যুদণ্ড
প্রথম নিউজ, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকার স্টেডিয়াম রোডের চাঞ্চল্যকর মাহমুদা আক্তার (৪৫) হত্যা মামলায় মেয়ে জ্যোতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুইজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
গৃহিনী মাহমুদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মেয়েসহ মোট ৫ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন মাহমুদা আক্তারের স্বামী জহিরুল ইসলাম।
স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর দায়েরকৃত মামলার আসামিরা হলেন, ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ জিন্দাপীড় এলাকার শফিউর রহমান নাঈম (২৫), একই এলাকার আব্দুল বারেকের ছেলে রাকিব হোসেন (২৪), অভিযোগকারীর কন্যা জুলেখা আক্তার জ্যোতি (১৯), নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ব গোলমন্ডা এলাকার মাহফুজার রহমান (২০) এবং একই এলকার আব্দুল ভাসানীর ছেলে নূর বক্স।
তাদের মধ্যে আসামি রাকিব ও মাহফুজার রহমানকে মৃত্যুদণ্ড, নাঈম ও জ্যোতিকে যাবজ্জীবন এবং নূর হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।