মেক্সিকোতে গর্ভপাতে বাধা সংবিধান বিরুধী

গর্ভপাতকে বৈধ ঘোষণা করে ‘যুগান্তকারী’ রায় দিয়েছে মেক্সিকোর সর্বোচ্চ আদালত।

মেক্সিকোতে গর্ভপাতে বাধা সংবিধান বিরুধী

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গর্ভপাতকে বৈধ ঘোষণা করে ‘যুগান্তকারী’ রায় দিয়েছে মেক্সিকোর সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে দেশটিতে গর্ভপাতকে আর অপরাধ হিসেবে গণ্য করা হবে না। রায়কে স্বাগত জানিয়ে এটিকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে অভিহিত করেছে দেশটির নারী অধিকার আন্দোলনকর্মীরা। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, বুধবার মেক্সিকোর সুপ্রিম কোর্ট এই রায় দেয়। এর প্রায় দুই বছর আগেই কোয়াহুইলা প্রদেশের গর্ভপাত নিয়ে বাধা নিষেধকে অবৈধ ঘোষণা করেছিল এই আদালত। এরপর মেক্সিকোর অন্য প্রদেশগুলোও গর্ভপাতকে অপরাধ হিসেবে গণ্য করার আইন পরিবর্তনের পদক্ষেপ গ্রহণ করে। 

গর্ভপাত বৈধ হওয়ার ফলে এখন থেকে মেক্সিকোর হাসপাতালগুলোতে এই সেবা চালু করা হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, গর্ভপাতকে অবৈধ ঘোষণার মাধ্যমে নারীর মানবাধিকারকে অস্বীকার করা হয়েছিল। তাছাড়া ধর্ষণের মতো ঘটনায় কোনো মেয়েকে জোর করে মা হতে বাধ্য করা উচিত না।