মওলানা ফজলুর রহমানের সমালোচনায় যা বললেন ইমরান খান
প্রথম নিউজ, ডেস্ক : বিরোধী দলের নেতাদেরকে ‘চোরের আখড়া’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জমিয়ত উলামা-ই ইসলামের নেতা মওলানা ফজলুর রহমানকেও এক হাত নিয়েছেন।
শুক্রবার মান্দি বাহাউদ্দিনে নিজ দল তেহরিক-ই ইনসাফের (পিটিআই) এক বিশাল সমাবেশে তিনি একথা বলেন। খবর দ্য ডনের।
মওলানা ফজলুরের সমালোচনা করে ইমরান খান বলেন, তিনি (ফজলুর রহমান) বিরোধীদের একত্রিত করেন। প্রতি তিন মাস অন্তর অন্তর পিটিআই সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেন। এর মূল কারণ দীর্ঘ ৩০ বছর পর বর্তমানে সংসদ ডিজেল ছাড়াই চলছে। বর্তমানে সৌর বিদ্যুতের মাধ্যমে সংসদ চলছে।
২০২৩ সালের ভোটেও পিটিআই জয়ী হবে এই ভেবে বিরোধীরা ভীত—বলে মন্তব্য করেন ইমরান খান। এ কারণেই মওলানা পিটিআই সরকারকে বারবার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেন বলে জানান ইমরান খান।
তিনি বলেন, বিরোধীরা তাদের লুট করা সম্পদ রক্ষায় সংসদের বিরুদ্ধে অনাস্থা ভোট আনতে চায়। কোথায় গেল তাদের অনাস্থা ভোট?
মুসলিম লিগের বর্তমান প্রেসিডেন্ট শাহবাজ শরীফ অর্থ পাচার মামলার আসামি। তিনি প্রশ্ন রেখে বলেন, শাহবাজ আপনি যদি নিরপরাধ হয়ে থাকেন তবে আদালতের কাছে সময় চাচ্ছেন কেন? আপনি দৌঁড়ে পালাচ্ছেন কেন?
বিরোধীরা তার নামেও সুপ্রিম কোর্টে মামলা করেছে জানিয়ে ইমরান খান বলেন, আমাকে আসামি করা হলে আমি দেশ ছেড়ে যাইনি। আদালতে আমার সততা ও সঠিক অবস্থান পরিস্কার হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: