ভোলায় আইনজীবীদের আদালত বর্জন

ভোলায় আইনজীবীদের আদালত বর্জন

প্রথম নিউজ, ভোলা :বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোমের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে ভোলা জেলা শাখা বারের আয়োজনে ১লা জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত আদালতের সকল কার্যক্রম বন্ধ রেখেছেন। 
গতকাল (২ জানুয়ারী) মঙ্গলবার ভোলা জজ কোটের সামনে সকাল ১১টায় গনতন্ত্র পূর্ন প্রতিষ্ঠা, আইনের সুশাসন পুর্ন প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধ রাখার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোমের নেতারা। এসময় নেতারা বলেন, আমরা ৭ জানুয়ারী প্রহসনের নির্বাচন মানিনা, কেউ ভোট দিতে কেন্দ্রে যাবনা, নিরাপরাধ নেতা-কর্মী ও সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে মাসের পর মাস কারাগারে রাখা বন্ধ করতে হবে, আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা আদালতের কোন কার্যক্রমের সাথে যুক্ত হবোনা। যারা ভোট দেবে ও  আদালতের কার্যক্রম করবে তারা দেশ ও জাতির দুশমন, জাতীয় বেঈমান, তাদের বিচার একদিন বাংলার মানুষে করবে। 
বারের সাকে সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে- আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক-আমীরুল ইসলাম বাছেত, ফরিদুর রহমান, মোঃ মুজান্মেল হক, বারের সাধারন সম্পাদক-ইফতারুল হাসান শরিফ, সালাউদ্দিন আহমেদ প্রিন্স, কাজী মোঃ আজম, মোঃ ইউছুফ, মোঃ জাবেদ ইকবাল, মিজানুর রহমান, আদিল মাহামুদ, জিয়াউর রহমান, আহসানুল্লাহ সুমন, জাকারিয়ার মঞ্জু, পলাশ চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য রাখেন। পরে আইনজীবীরা সড়কে লিফলেট বিতরন করেন। এসময় জেলার দেড়শতাধীক আইনজীবীরা কর্মসূচীতে অংশ নেন।