ভবিষ্যতের কিংবদন্তি আলিয়া! পুলিশি টহল গ্যালাক্সি’তে, সালমানকে নিয়ে চিন্তায় তাঁর পরিবার!
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বিগত দিনে, মুম্বইতে আয়োজিত এক অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেত্রী রেখাকে, বিনোদন জগতে তাঁর অবদানের জন্য অভিভাদন জানানো হয় ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে। রেখা মানেই কাঞ্জিভরমে ঠিকরে পড়া জৌলুস, মাথায় গজরা, ভারী গয়না আর গাঢ় ঠোঁটের কোণে ছোট্ট তিল। ৬৮ তেও নতুন প্রজন্মের অভিনেত্রীদের টেক্কা দেন তিনি। ‘এভারগ্রিন’ শিরোপা যেন তাঁরই। আদতে তিনি একজন মাটির মানুষ। নতুন প্রজন্মের ভাল কাজের প্রশংসা করতে সব সময়ই এগিয়ে তিনি। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানের মঞ্চে ‘গাঙ্গুবাই’ চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পান আলিয়া। পুরস্কার দেওয়ার সময় আলিয়ার প্রশংসায় রেখা জানান, আলিয়াই ‘ভবিষ্যত লেজেন্ড’। শুনে লজ্জায় রাঙা হয়ে ওঠেন আলিয়া।
মা হওয়ার পরেও অলিয়া চুটিয়ে চালিয়ে যাচ্ছেন কাজ। আগামীতে তাঁকে দেখা যাবে রণবীর সিংয়ের বিপরীতে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে। হলিউডে ডেবিউ ‘গল গডৌট’ ও বলিউডের ‘জী লে যারা’ ছবির কাজও চলছে।
সালমানকে নিয়ে চিন্তায় পরিবার: প্রকাশ্যে সালমানকে খুনের হুমকি! গ্যাঙ্গস্টার লরেন্স বিষ্ণোইর আস্ফালনে নড়েচড়ে বসল বান্দ্রা পুলিশ। ‘গ্যালাক্সি’র বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। চিন্তা বেড়েছে পরিবারের। তবে সকলেই আস্থা রাখছেন প্রশাসনের ওপর। পুলিশি তৎপরতায় বাতিল হচ্ছে অভিনেতার বেশ কিছু ইভেন্ট। সারাদিনের শিডিউলেও বড় রকমের পরিবর্তনের কথা ভাবছেন তাঁরা। এপ্রিলেই মুক্তি পাবে ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবি। এই পরিস্থিতিতে ছবির প্রমোশনের কাজে বেশ বাধার সম্মুখীন হতে হচ্ছে অভিনেতাকে।
বস্তুত, কৃষ্ণসার হরিণ শিকারের ফলেই বিষ্ণোই সম্প্রদায়ের লরেন্স সালমানকে প্রকাশ্যে হুমকি দিয়ে চলেছেন বেশ কিছুদিন ধরে। অভিনেতাকে ক্ষমা চাইতেই হবে, দাবি তেমনই।
বলিউডে নারীর অবস্থান নিয়ে মুখ খুললেন দিয়া মির্জা: ‘ভীড়’ এ রাজকুমার রাও, পঙ্কজ কাপুর ও ভূমি পেডনেকরের সঙ্গে দিয়া মির্জা!পরিচালক অনুভব সিনহার এই ছবি মুক্তি পাবে ২৪ মার্চেই। এই ছবির সঙ্গেই অনেক বছর পরে বলিউডে ফিরছেন দিয়া। মুম্বই সংবাদ সংস্থার কাছে জানালেন, ‘অনুভবের মতো করে একটি গল্প বলতে হলে অনেক বেশি ভাবতে হবে, বুঝতে হবে, রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নিয়ে কথা বলার সাহস রাখতে হবে’। বস্তুত, সময়ের সঙ্গে অনেক পরিণত স্ক্রিপ্ট নির্বাচন করছেন দিয়া।
খ্যাতির বিড়ম্বনা! ওটিটি থেকে বাদ পড়লেন শিভাঙ্গী যোশী: ছোটপর্দার পরিচিত মুখ শিভাঙ্গী। সেই সুবাদেই ওটিটির কাজ হাতছাড়া হল তাঁর। ‘বালিকা বধু’, ‘ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রীকে দেখা যাবে ফিকশন ফ্যান্টাসি শো’ ‘বেকাবু’ তে। উচ্ছ্বসিত অভিনেত্রী। মুম্বই সংবাদ সংস্থার কাছে জানালেন ওটিটি থেকে বাদ পড়ার কথা। তাঁর মতে, অনেক ছোটপর্দার অভিনেত্রীই চুটিয়ে কাজ করছেন, পরিচিতি পাচ্ছেন বড়পর্দা সহ অন্যান্য প্ল্যাটফর্মেও। কিন্তু ছোটপর্দায় বিপুল পরিচিতির জন্যেই তিনি বাদ পড়েছেন ওটিটি থেকে। এ যেন খ্যাতির বিড়ম্বনা। আজকাল
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: